মুখলেসুর রাহমান সুইট: শীতকালীন, সাপ্তাহিক ছুটিসহ টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

সোমবার (২৫ ডিসেম্বর) শুরু হয়ে ৬ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত চলবে। তবে আগামীকাল শুধু অফিস গুলো চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ চলবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১০ দিন ও বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্পাসে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ১২ দিনের ছুটি পাচ্ছেন। ছুটি চলাকালে আবাসিক হলসমূহ খোলা থাকবে। ছুটি শেষে আগামী ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

Previous articleআরএমপিতে পুলিশের নতুন কমিশনার আনিসুর
Next articleনয়াপল্টনে পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা আরেফিনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।