শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুর সিটি নির্বাচন: জাপা প্রার্থী মোস্তফা এগিয়ে

রংপুর সিটি নির্বাচন: জাপা প্রার্থী মোস্তফা এগিয়ে

জয়নাল আবেদীন: টানা সতেরো দিনের প্রচার প্রচারণা উৎসব শেষে মঙ্গলবার ২২৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে । নির্বাচনে জাপা লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সন্ধ্যা সাড়ে ৭টায় পাওয়া তথ্যে ২০টি ভোটকেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ১০,৭৮০ ভোট।

আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া তিনি পেয়েছেন ১হাজার ৯শ ২ ভোট তৃতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। হাতি প্রতীকে তিনি পেয়েছেন ১৬০৮ ভোট।

সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে সন্ধ্যা ৬টার পরওা ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কখন এই ভোটগ্রহণ শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা । তবে রাত ৮টার মধ্যে এসব কেন্দ্রে ভোট শেষ হবে । রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মোট জনসংখ্যা প্রায় ১০ লাখ। মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪শ৭০ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১শ৬৬ জন, পরুষ ২লাখ ১২ হাজার ৩শ৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ১জন। সার্বিক অবস্থা দৃষ্টে মনে হয়েছে ভোট কাষ্ট হতে পারে মাত্র শতকরা ৫৫ ভাগ ।তৃতীয়বারের মতো অনুষ্ঠিতব্য রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১শ৮৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম তোতা নামের কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৩শ৪৯টি। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ২শ২৯ জন এবং সহকারী প্রিজাইডিং ১ হাজার ৩শ৪৯ জন এবং মোট পোলিং অফিসার ২ হাজার ৬শ৯৮ জন দায়িত্বপালন করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments