বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুর সিটি নির্বাচন: দ্বিতীয়বারের মতো মেয়র হলেন জাপার মোস্তফা

রংপুর সিটি নির্বাচন: দ্বিতীয়বারের মতো মেয়র হলেন জাপার মোস্তফা

জয়নাল আবেদীন: টানা সতেরো দিনের প্রচার প্রচারণা উৎসব শেষে মঙ্গলবার ২শ২৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে । নির্বাচনে জাপা লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন।

লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৬হাজার ৭শ৯৮ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাতপাখার প্রার্থী আমিরুজ্জামান পেয়েছেন ৪৯হাজার ৯শ৯২ এবং স্বতন্ত্র হাতী প্রতীকের প্রার্থী লতিফুর রহমান ৩৩হাজার ৮শ ৮৩ ভোট এবং চতুর্থ অবস্থানে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ হোসনে আরা লুৎফা ডালিয়া ২২ হাজার ৩শ ভোট । এছাড়াও অপর প্রার্থী জাসদ মশাল প্রতীক প্রার্থী মো: শফিয়ার রহমান ৫হাজার ১শ ৫৬ ভোট,স্বতন্ত্র হরীণ প্রতীকের মেহেদী হাসান ২হাজার৬শ৭৯ ভোট বাংলাদেশ কংগ্রেস দলের ডাব প্রতীকের আবু রায়হান ১০হাজার ৫শ ৪৯ ভোট খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের তৌহিদুর রহমান মন্ডল পেয়েছেন ২৮৩৪ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের খোরশেদ আলম পেয়েছেন ৫৮০৯ ভোট । নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক ও রংপুর সিটি কর্পোরেশনের রির্টানিং অফিসার যুগ্ম সচিব আব্দুল বাতেন সাক্ষরিত পত্রে রাতেই চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয় ।

তিনি বলেন রংপুর সিটির মোট ভোটর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪শ৭০ জন । এর মধ্যে মোট প্রদত্ত ভোটারের সংখ্যা ২লাখ ৮০ হাজার ৯শ৭২ । বাতিল ভোটের সংখ্যা ১০৩৬ । মোট বৈধ ভোট সংখ্যা ২লাখ ৭৯হাজার ৯শ৩৬ । ভোট প্রদানের শতকরা হার ৬৫দশমিক ৮৮ ভাগ । এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম সহ অন্যান্য নিবাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন । রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মোট জনসংখ্যা প্রায় ১০ লাখ। মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪শ৭০ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১শ৬৬ জন, পরুষ ২লাখ ১২ হাজার ৩শ৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ১জন। সার্বিক অবস্থা দৃষ্টে মনে হয়েছে ভোট কাষ্ট হতে পারে মাত্র শতকরা ৫৫ ভাগ ।

নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৩শ৪৯টি। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ২শ২৯ জন এবং সহকারী প্রিজাইডিং ১ হাজার ৩শ৪৯ জন এবং মোট পোলিং অফিসার ২ হাজার ৬শ৯৮ জন দায়িত্বপালন করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments