বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে অসহায় ও দুস্থ শীতার্ত ২০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে পাচঁগাও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে ২০ হাজার মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন,ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু,পাচঁগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ প্রমূখ।

Previous articleকলাপাড়ায় ফুঁসে উঠেছে ধানখালীর জনগন
Next articleউল্লাপাড়ায় ট্যাংকলরী-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।