বিমল কুন্ডু: বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহতিকরন সভা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ ডিসেম্বর বুধবার সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান মোঃ আবু সাঈদ ইনাম তানভীরুল। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান ও থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) আব্দুল মজিদ।

প্রধান আলোচক উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীগন রাষ্ট্র ও জনগণের সেবক। রাষ্ট্রের সকল পর্যায়ের ব্যক্তির উচিত যথাযথভাবে আইন মেনে চলা। অন্যদিকে জনগণেরও উচিত যথাযথ আইন মেনে চলে রাষ্ট্রের উন্নয়নে অংশীদায়িত্ব পালন করা।

সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মির্জা হুমায়ুন, শাহজাদপুর অফিসার্স ক্লাবের সদস্য শফিউল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ।
উক্ত অবহতিকরন সভায় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Previous articleপুলিশ কমিশনাকে শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় সংবর্ধনা প্রদান করলো আরএমপি
Next articleসুন্দরগঞ্জে স্কুলকক্ষে ঝুলে ছিল যুবকের মরদেহ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।