আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বলদীপাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে লিটন মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেন লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। লিটন মিয়া হাতিবান্ধা গ্রামের মৃত খলিল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি সংলগ্ন পরিত্যক্ত স্কুল কক্ষের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় লিটন মিয়াকে দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান জানান এ ঘটনায় লিটনের বড় ভাই আবেদ আলী একটি ইউডি মামলা করেছেন।

Previous articleশাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অবহিতকরন সভা অনুষ্ঠিত
Next articleরংপুর অঞ্চলের ৫৬ জন সেরা করদাতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।