ফজলুর রহমান: দীর্ঘ ১৩ বছর পর শক্রবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হবে। সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছা উপজেলার ২শ ৮৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১শ ১৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে। ১৩ বছর পর স্বতন্ত্রভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলায় ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের ১ হাজার ১শ ১৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে। শুক্রবার ৩০ ডিসেম্বর পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘন্টা বৃত্তি পরীক্ষা চলবে।

ডিপিই বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান মোট ৪ টি বিষয়ে ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হবে। এর মধ্যে ৪০ শতাংশ প্রশ্ন থাকবে লিখিত। আর ৬০ শতাংশ প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতির। ১ হাজার ১শ ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪শ ৬৯ জন, ছাত্রী ৬শ ৪৪ জন। ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থী ১শ ৭৫ জন বেশী।

Previous articleফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল
Next articleসাংবাদিককে মূর্খ বলে ধমক দিয়ে থানা থেকে তাড়িয়ে দিলেন বোয়ালিয়া থানার ওসি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।