বাংলাদেশ প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুরে ১০টি মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৩৮) কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে এসআই মশিউর রহমান, মিজানুর রহমান মিজানসহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সবুজ মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন নির্মূলে কাজ করছে পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

Previous articleনোয়াখালীতে পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড
Next articleঈশ্বরদীতে সাংবাদিক পেটানো মামলার আসামী কারাগারে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।