শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ট্রেতে বোরো ধান বীজতলা

উল্লাপাড়ায় ট্রেতে বোরো ধান বীজতলা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২১শ ট্রেতে বোরো ( ইরি ) ধান বীজতলা করা হয়েছে। উপজেলার মাছিয়াকান্দি গ্রামের মাঠে কৃষক চাদ আলী দেওয়ান কৃষি বিভাগের সহযোগিতায় এ বীজতলা করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন বীজতলা করার জন্য তার বিভাগ থেকে ২১ শ প্লাষ্টিক ট্রে ও বোরো ধান বীজ সরবরাহ দেওয়া হয়েছে । প্রায় ১শ বিঘা জমিতে ট্রেতে করা বীজতলার চারা লাগানো হবে। কৃষি বিভাগ থেকে এলাকার ৩০ জন কৃষকের একটি গ্রুপ গঠন করা হয়েছে । এরাই নিজেদের জমিতে বীজতলার চারা লাগাবেন। জমিগুলোয় মেশিনে চারা লাগানো হবে।

তিনি আরো বলেন একই মাঠের জমিতে একই সময়ে ট্রের বীজতলার চারায় কৃষকেরা গ্রুপ করে আবাদ করায় তাদের সবদিক থেকেই সুবিধা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments