শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গুয়ার হাওর এলাকায় প্রতিবেশ প্রকল্পের ভেড়া বিতরণ

টাঙ্গুয়ার হাওর এলাকায় প্রতিবেশ প্রকল্পের ভেড়া বিতরণ

আহম্মদ কবির: সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল টাঙ্গুয়ার হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে। আজ সোমবার(২জানুয়ারি)ইউএসএইড’র অর্থায়নে,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ২৩টি পরিবারের মাঝে এসব ভেড়া বিতরণ করা হয়েছে।

জানাযায় টাঙ্গুয়ার হাওর ভিত্তিক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ও দক্ষিণ এবং মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের মোট ৭৭৫ টি পরিবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হবে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন সিএনআরএস প্রতিবেশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর কোহেলিকা আরেং,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ কবির,জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মহসীন রেজা প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments