আবুল কালাম আজাদ: কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ১০১ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ সালমা বেগম(২৮)কে তার নিজ বাড়ি থেকে ১০১ বোতল অফিসার চয়েস মদসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে ভূরুঙ্গামারী থানাধীন বেলদহ গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আরিফুল ইসলাম (২৬) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে পূর্বে ২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

আরও পড়ুন  পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা, জেলা আহবায়কসহ আহত ৭
Previous articleউলিপুরে শীতে খেজুর গুড়ের কদর বেড়েছে
Next articleআপনারা উন্নয়নের সঠিক চিত্র গণমাধ্যমের প্রকাশ করুন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।