মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাসৈয়দ নজরুল ও আশরাফের মুর‍্যালে কালি: প্রতিবাদে সৈয়দ সাফায়েতুল ইসলামের বিবৃতি

সৈয়দ নজরুল ও আশরাফের মুর‍্যালে কালি: প্রতিবাদে সৈয়দ সাফায়েতুল ইসলামের বিবৃতি

সাজ্জাদ হোসেন: কিশোরগঞ্জ জেলা শহরে গত সোমবার আখড়াবাজার ব্রীজ সংলগ্ন স্থানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এর মুর‍্যালে দুর্বৃত্তরা কালো কালি দিয়ে মুখমন্ডল আবৃত্ত করে যা বাংলাদেশ সৃষ্টির ইতিহাসকে কলঙ্কিত করেছে।

সেইসাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করার জন্য এই হীন ষড়যন্ত্র ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

আমি এবং আমার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

– মেজর জেনারেল (অবঃ) সৈয়দ সাফায়েতুল ইসলাম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব, শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৩য় পুত্র ও মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments