শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারসিক নির্বাচনে সমান ভোট পাওয়া দুই কাউন্সিলর প্রার্থীর আবারো শুরু হয়েছে ভোট...

রসিক নির্বাচনে সমান ভোট পাওয়া দুই কাউন্সিলর প্রার্থীর আবারো শুরু হয়েছে ভোট প্রার্থনা

জয়নাল আবেদীন: গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডে সমান ভোট পাওয়া দুই কাউন্সিলর প্রার্থীর আবারো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি । গতকাল থেকে আবারো শুরু হয়েছে দুই প্রার্থীর ভোট প্রার্থনা ।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে মো: শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও মো: সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) ও এম এ রাজ্জাক মন্ডল (লাটিম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কাউন্সিলর পদে মো: শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু দুজনই ৩হাজার ১৯৭ ভোট পান। সমান ভোট পাওয়ায় ওই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।ফুলুর বিরুদ্ধে আরেক সাবেক কাউন্সিলর এম এ রাজ্জাক মন্ডলকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ মামলা করে । সেই মামলায় মহামান্য হাইকোট থেকে জামিন নিয়ে এসে গতকাল সোমবার থেকে আবারো প্রচারে নেমেছেন কাউন্সিলর প্রার্থী ফুলু । সেই সঙ্গে তাঁর পক্ষে মাইকিং করা হয় গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ।

এদিকে ২৬ নম্বর ওয়ার্ডের রবার্টসনগঞ্জ ভোট কেন্দ্রে ভোট প্রদান করা না করা নিয়ে উত্তেজনা বিরাজ করছে । তৃতীয় একটি পক্ষ থেকে ভোট প্রদানে বাধাও আসার আশংকা করছেন অনেক ভোটার । কারণ এর আগে পরাজিত কাউন্সিলর প্রার্থী রাজ্জাক মন্ডলের সমর্থকরা ১৫ তারিখের ভোট বর্জন করার ঘোষনা দিয়েছে । এদিকে রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: ফরহাদের হেসেনের সঙ্গে এব্যাপারে কথা তিনি বলেন কেউ যদি ভোট দানে বাধা প্রদান করে তাহলে সেটি হবে অপরাধ। আইনশৃংখলা বাহিনীর সদস্যরাই পদক্ষেপ নেবেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments