সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতাপের ক্ষুদ্র নৃগোষ্ঠী ঘাসিমালোদের মাঝে শিক্ষার হার বাড়ছে। বসতি পরিবারগুলোর সন্তানেরা পড়ালেখায় বিদ্যালয়ে যাচ্ছে। দলবেধে যায় বিদ্যালয়ে। এখানকার বসতি মেয়েরা পড়ালেখায় শিক্ষিত হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়।
উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ হাটের পাশে ঘাশীমালো পাড়ার বসতি বিশ পরিবারের সবাই দিন আয়ের টাকায় সংসার চালায়।এরা সবাই গরীব বলে জানানো হয় । সমতল ভূমির বসতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এরা এখন আর অভাবের মাঝে থেকেও সন্তানদের ছেলে মেয়ে কাউকে মাঠের কাজে মজুরী বেচতে দেয় না। প্রাইমারী স্কুলে পড়ার বয়সী সবাইকে পড়ালেখায় বিদ্যালয়ে পাঠানো হয়। বেশ কজন ছেলে মেয়ে উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছে।
কুমারী মমতা রাণী , শাপলা রাণী এলাকার একটি বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানানো হয় । এরা পড়ালেখা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। এছাড়া প্রিয়া রাণী , অনিতা রাণীসহ আরো বেশ কজন ছেলে মেয়ে এলাকার বিদ্যালয়ে পড়ালেখা করছে। এরা সবাই নিয়মিত শিক্ষার্থী। প্রতিবেদককে রমেন সরকারসহ আরো কজন বলেন সংসারের অভাবের মাঝেও প্রতিটি পরিবারের ছেলে মেয়েকে পড়ালেখায় বিদ্যালয়ে পাঠানো হচ্ছে।