বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীন আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, মুলাদী থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমন, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. কামরুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, প্রমুখ। প্রশিক্ষণের সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়।

Previous articleপাঠ্যবইয়ের ভুল ও অসংগতি নিয়ে দুই কমিটি হচ্ছে: শিক্ষামন্ত্রী
Next articleঈশ্বরদীতে ক্লাশ বাদ দিয়ে শিক্ষকদের ৩ দিনের কর্মশালার আয়োজন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।