মিজানুর রহমান বুলেট: কলাপাড়ায় জমি চাষ করার সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে মো. রুমেল ফকির (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বালিয়াতলী ইউনিয়নের ছোটবালিয়াতলী গ্রামে মংগলবার শেষ বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার বাড়ী পাবনার ঈশ্বরদী উপজেলার কৈ-কুন্ডা গ্রামে। সে ওই গ্রামের মো. আমজেদ হোসেন ফকিরের ছেলে । লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
নিহত রুমেলের ভাই মো. মোকছেদুল জানান, তারা বিভিন্ন এলাকার নিজেদের ট্রাক্টর দিয়ে জমির মালিকদের জমি চাষাবাদ করে দেন। এটা তাদের পেশা। ছোট বালিয়াতলী এক কৃষকের জমি চাষাবাদ করতে গিয়ে নিজের চালিত ট্রাক্টরের চাঁপায় সে মারা যায় ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউ,ডি মামলা দায়ের হয়েছে।