বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাগোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে মামলা

গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে মামলা

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজশাহী জেলা পরিবেশ আদালতে মামলাটি করেন আইনজীবী সালাহ উদ্দিন বিশ্বাস।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব মামলাটি আমলে নিয়ে আগামী ২২ মে শুনানির দিন ধার্য করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালাহ উদ্দিন বিশ্বাসের আইনজীবী রায়হান কবির। তিনি বলেন, গোড়াগাড়ী ইউএনওসহ ৫-৬ জন পরিবেশ দূষণ ও ক্ষতিসাধন করে পুকুর ভরাট করছেন। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬ (৬) অনুযায়ী অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এ বিষয়ে গোদাগাড়ীা (ইউএনও) জানে আলম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। তবে তারা যে পুকুর ভরাট নিয়ে মামলা করেছেন সেটি ২০ বছর আগে ছিল। এখন সেখানে পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু এটি ভরাট করে চাষাবাস করতো। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য এবং সেখানে পুকুর না থাকায় আমরা ডেভেলপ করছিলাম। তারা আমাদের হয়রানির জন্যই এটি (মামলা) করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments