ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিয়ালা গাবতলা এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আজ বৃস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে পৌর এলাকার ৩ ওয়ার্ডের শিয়ালা গাবতলা মহল্লায় এর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গোলাম মোস্তফার ছোট ছেলে গোলাম মোর্শেদ মিলন (৪০)।

স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় জমি জায়গা নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাই ছোট ভাইকে খুন করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনা গিয়ে প্রাথমিকভাবে জানতে পারে গতকাল (বুধবার) রাতে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমি জায়গা ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ বিষয় ওই রাতে চাচা মীমাংসার চেষ্টা করে। ছোট ভাইয়ের প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে বড় ভাই সিভিল আইনজীবি ইলিয়াস বিশ্বাস ছোট ভাই গোলাম মোর্দেশ মিলনকে গলা কেটে হত্যা পালিয়ে যায়।

এঘটনায় আইনজীবি ইলিয়াসকে গ্রেপ্তাতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের মরাদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্ ময়না তদন্ত্রের জন্য পাঠানো হয়েছে। তদন্ত্র শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান চালুই থাকছে
Previous articleজুয়াড়িদের হামলায় ওসি (তদন্ত) সহ ৫ জন পুলিশ আহত
Next articleনোয়াখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার নারী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।