রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুরে ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য জেলে পরিবারের মাঝে দুইটি করে ছাগল, ১ বস্তা ছাগলের খাবার এবং ছাগল পালনের জন্য একটি করে খোঁয়ার ঘর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়। উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে উদ্ভোধনের প্রথমদিনে ২০টি জেলে পরিবারের মাঝে এ উপকরণ বিতরন করা হয়। এ কার্যত্রুমের আওতায় পর্যায়ত্রুমে উপজেলার শতাধিক পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও এক বস্তা ছাগলের খাবার এবং ছাগলের পালনের জন্য একটি করে ঘর বিতরন করা হবে।

উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার ভুমি ফারজানা ববি মিতুর সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোজাম্মেল হক সহ উপকার ভোগী জেলেরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মাহামুদ হাসান।

আরও পড়ুন  বিশ্ব দুগ্ধ দিবসে রংপুরে বিনামূল্যে দুধ বিতরণ
Previous articleনতুন কারিকুলাম নিয়ে অপপ্রচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
Next articleআন্দোলন সংগ্রাম করে কেউ কিছু করতে পারবে না : প্রধানমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।