সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুদিনে আটটি এলাকায় সরকারী অনুমতি না নিয়ে কৃষি জমিতে পুকুর খনন বন্ধ ও একটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুকুরের মাটি কাটাকালে একটি এসকেভেটর মেশিন ব্যাটারী নষ্ট করে দেওয়া হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা গেছে গতকাল শুক্রবার উপজেলার ঘোনা কুচিয়ামারা , বাঙ্গালা , আগরপুর , রামকৃষ্ণপুর , নাইমুড়ি , সলঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারী অনুমতি না নিয়ে কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করে দিয়েছেন । এছাড়া বিভিন্ন অভিযোগে সাদাফ ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে । এর আগে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার ভট্রমাঝুরিয়া , কালিকাপুর ও দক্ষিণ পুস্তিগাছা এলাকায় পুকুর খনন বন্ধ ও একটি এসকেভেটর মেশিনের ব্যাটারী নষ্ট করে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন  পাগলা শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ৮, আতংকে এলাকাবাসী
Previous articleউল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ৭৫ হাজার টাকা জরিমানা
Next articleযমুনায় জেলের জালে ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়, ৭৫ হাজার টাকায় বিক্রি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।