আব্দুল লতিফ তালুকদার: যমুনায় পনি কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে কোন বড় আকৃতির মাছ মিলছিল না। হঠাৎ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ৫৫ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় জেলের জালে ধরা পড়েছে।

মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি দেখার জন্য শতশত লোক ভীর জমায়। শনিবার (৪ ফেব্রুয়ারি ) সকালে বিশাল আকৃতির বাঘাআইড়টি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে উঠলে সেটি মধুপুরের সাগর নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকায় কিনে নেন।

জানা যায়, জেলে সুনীল তার সহযোগীদের সাথে নিয়ে রাতে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাআইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তারা সকালে গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। এতে মাছের দাম হাঁকা হয় এক লক্ষ টাকা। পরে দরদাম করে মাছটি মধুপুরের সাগর নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে সুনীল বলেন, নদীতে পানি কমে যাওয়া মাছ কম ধরা পড়ছে। তবে এখন পর্যন্ত এতো বড় মাছ ধরতে পারিনি। এই প্রথম আমার জালে এতো বড় মাছ ধরা পড়েছে। ক্রেতা সাগর বলেন, এতো বড় বাঘাআইড় মাছ আগে কখনো দেখিনি। পছন্দ হলো তাই কিনে ফেললাম। আব্দুল লতিফ তালুকদার

আরও পড়ুন  পাঁচ মিনিট 'স্তব্ধ রংপুর' বাজেটে তিস্তার জন্য অর্থ বরাদ্দ দাবি
Previous articleউল্লাপাড়ায় ৮ এলাকায় পুকুর খনন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত
Next articleতত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না : তোফায়েল
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।