শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউলিপুরে সিপিবি’র বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধার অভিযোগ

উলিপুরে সিপিবি’র বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধার অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুরে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে কমিউনিস্ট পার্টির নেতা-কমীরা মিছিল বের করলে পুলিশ এতে বাঁধা দেয়। এ সময় তারা সড়কে বসে পড়েন। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা জানান, চাল,ডাল ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার নেতা-কর্মীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করার সময় পৌর শহরের গবামোড়ে পৌছেলে পুলিশ এতে বাঁধা দেয়। পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন। পরে তারা পুনরায় মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একজন রিক্সাচালক সারাদিনে আয় করে ৩শ টাকা অথচ পরিবার চালাতে তাকে খরচ করতে হয় ৬শ টাকা। এ অবস্থা চলতে পারে না। অতিবিলম্বে চাল,ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবি জানান। এছাড়া মিছিলে পুলিশি বাঁধার তীব্র নিন্দা জানান।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, সিপিবির মিছিলে বাঁধা দেয়া হয়নি। তারা সড়ক বন্ধ করে লোকাল প্রশাসনের অনুমতি না নিয়ে সমাবেশ করছিল। এ কারনে পুলিশ জনগনের সুবিধার জন্য সড়কের এক পাশে তাদের সমাবেশ করতে বললে তারা রাস্তায় বসে পড়েন। পরে তারা মিছিল করে চলে যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments