শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভাষা নিয়ে ভাষার মাসে রংপুরে লেখক পরিষদের বিশেষ আয়োজন

ভাষা নিয়ে ভাষার মাসে রংপুরে লেখক পরিষদের বিশেষ আয়োজন

জয়নাল আবেদীন: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর বিভাগীয় লেখক পরিষদের আয়োজনে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শুদ্ধ বানান বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। মোট চারটি গ্রুপে তৃতীয় থেকে ষষ্ঠ, সপ্তম থেকে দশম, একাদশ ও দ্বাদশ এবং স্নাতক থেকে ঊর্ধ্বে অনেকেই অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপ থেকে মোট তিনজন করে বিজয়ী নির্বাচন করে অনুষ্ঠানস্থলেই তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র, বই এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. জুননুনের সভাপতিত্বে অনুষ্ঠাস উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক। প্রধান বিচারকের দায়িত্ব¡ পালন করেন, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ আই এম মুসা। সম্মানিত অতিথি ছিলেন, শিক্ষাবিদ ও সংগঠক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাচিশিল্পী অধ্যক্ষ রেজিনা সাফরিন।

শুদ্ধ বানান প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক মজনুর রহমান ও সদস্য সচিব মনিরা আক্তার এর সার্বিক পরিচালনায় পুরো আয়োজনে সহযোগী ছিলেন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম অপু, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, সিনিয়র সহসভাপতি হাই হাফিজ, সহসভাপতি শিখা রানী, যুগ্মসাধারণ সম্পাদক ধ্রুবক রাজ, সাংগঠনিক সম্পাদক এস এম ইতি, লালমনিরহাট জেলা কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম, কিশোরবন্ধু সমন্বয়ক দেলোয়ার হোসেন, সোহানুর রহমান শাহীন, সানু তাসনিম, তম বিভাবরী প্রমুখ। ক গ্রুপের ফলাফলে প্রথম স্থান: উম্মে মহিমা ইসলাম মোহনা, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ দ্বিতীয় স্থান: মিফতাহুল জান্নাত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবংতৃতীয় স্থান: সূপর্ণ লাহিড়ী, দ্যা মিলেনিয়াম স্কুল এন্ড কলেজ খ গ্রুপের ফলাফলেপ্রথম স্থান: ফাবিয়া আলম সুবর্ণী, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান: তাহের আবরার তাহির, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান: সাদিয় ইবনাত আনিকা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ গ গ্রুপের ফলাফলে প্রথম স্থান: মোঃ সাফওয়ান ইসলাম, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ দ্বিতীয় স্থান: মোঃ রাকিবুল ইসলাম লিপন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ । তৃতীয় স্থান: সাজিয়া নওরিন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, এবং ঘ গ্রুপে প্রথম স্থান: আবিদা সুলতানা, রংপুর সরকারি কলেজ দ্বিতীয় স্থান আফরোজা খানম,তৃতীয় স্থান: মহুয়া আক্তার, সরকারি বেগম রোকেয়া কলেজ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments