মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান চোলাই মদ-সহ ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (১৮ ফেব্রুয়ারী) ভোর ৬টায় মোহনপুর থানাধীন বেলনাঝালপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোহনপুর থানার বেলনাঝালপুকুর (আদিবাসী পাড়া/সাঁওতাল পাড়া) গ্রামের শ্রী যোগেন সরদারের ছেলে শ্রী রনজিত সরদার (৪০), মৃত অক্ষয় সরদারের ছেলে শ্রী রতন সরদার (৪৫), মৃত চৈতন্য মাড্ডির ছেলে শ্রী ভটকা মাড্ডি (৩৫), শ্রী সুনীল মুরমুরের ছেলে । শ্রী যোহন মুর্মু (২৬) শ্রী যোগেন সরদারের ছেলে শ্রী অজিত সরদার(৩০)।

শনিবার রাতে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন  মাদারীপুরে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামী কারাগারে
Previous articleইবিতে ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করা সেই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু
Next articleচাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠককালে জামায়াত শিবির সন্দেহে আটক ২০
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।