ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার অভিভাবক সমাবেশ থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অভিভাবক সামাবেশ ও বার্ষিক ভোজের আড়ালে জামায়াত শিবির কর্মীরা গোপন বৈঠক করছিলো।
শনিবার বিকালে বেতবাড়িয়া এলাকায় জাবানুল নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সামাবেশ ও বার্ষিক ভোজের জন্য করা প্যান্ডেলে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় অভিভাবক সমাবেশ থেকে ২০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে জাবানুল নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম বলেন আমরা মাদ্রাসার অভিভাবক সামাবেশ ও বার্ষিক ভোজের অনুষ্ঠান করছিলাম এমন সময় পুলিশ এসে অনুষ্ঠান বাধা দিয়ে পন্ড করে দেয় ও অভিভাবক সমাবেশ থেকে শিক্ষক সহ বেশ কয়েকজন অভিভাবক পুলিশ ধরে নিয়ে যায়। তবে কি কারণে ধরে নিয়ে গেছে সে বিষয়ে কোন কিছু জানননি পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, বার্ষিক ভোজের আড়ালে জামায়াত শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে বেতবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার পাশে করা প্যান্ডেলে অভিযান চালিয়ে ২০ জন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় ও রাজনৈতিক পদ যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।