বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা

ভূঞাপুরে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে পরকীয়ার জেরে চিরকুট লিখে নুরুন্নাহার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দির গনেশমোড় এলাকার লাবলুর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, প্রেমিক মাসুদ ও তার সহযোগী জহুরুল তাকে আত্মত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে। অভিযোগে জানা গেছে, এক যুগ আগে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি গ্রামের প্রবাসী আলীম তার মামাতো বোন নুরুন্নাহারকে বিয়ে করেন। তাদের ঘরে ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্ত্রী নুরুন্নাহার স্বামীর বাড়ি না থেকে ভূঞাপুরে সন্তান নিয়ে ভাড়া বাসা ভাড়া করে থাকেন। সম্প্রতি তার স্বামী মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর জানতে পারেন তার ভায়ড়া জহুরুলের বন্ধু ঘাটাইল উপজেলার রুপের বয়ড়া গ্রামের মাসুদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত তার স্ত্রী।

নিহত নুরুন্নাহারের স্বামী আলীম বলেন, বিদেশ থেকে ফিরেই ভায়রা ভাই জহুরুলের মাধ্যমে জানতে পারি স্ত্রী পরকীয়ায় লিপ্ত। পরে জহুরুল আমার স্ত্রীর ও মাসুদের গভীর সম্পর্কের ছবি ও ভিডিও দেখিয়ে আমার কাছে টাকা দাবি করে। পরে বিষয়টি স্ত্রীকে জানালে সে কোনো জবাব দেয়নি। এরপর শুক্রবার রাতে মাসুদ ও জহুরুল মিলে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমাকে মারধর করে। সেখানে স্ত্রীও উপস্থিত ছিল। পরে তাদের বিভিন্ন শর্তে রাজি হয়ে প্রাণভয়ে ভূঞাপুর থেকে পালিয়ে যাই। এরপর শুশুরবাড়ির লোকজনকে ফোনে বিস্তারিত বললে বিষয়টি জানাজানি হয়। তিনি আরও বলেন, বিদেশ থেকে পাঠানো প্রায় ৫ লাখ টাকা মাসুদ বিভিন্ন কৌশলে স্ত্রীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এছাড়া আরো ৫ লাখ টাকা ঋণ করেছে স্ত্রী।

এ ঘটনায় ভূঞাপুর থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, মরদেহের সুরতহাল করার সময় একটি চিরকুট পাওয়া গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments