আরিফুর রহমান: মাদারীপুরে পরিত্যক্ত একটি পুকুর থেকে চা বিক্রেতা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মাদারীপুর পৌর এলাকার সৌরভ মিয়া (২৮) নামে এক চায়ের দোকানি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পরিত্যক্ত পুকুর থেকে সৌরভের মরদেহটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
নিহত সৌরভ মিয়া পৌরসভার ২ নং শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে। তিনি শহরের লেকপাড় এলাকায় একটি চায়ের দোকানি ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি জানায়, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরের মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। খবর পেয়ে তার স্বজনরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করে।

এ ব্যাপারে ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  মধুপুরে বাস চাপায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪
Previous articleবঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি: ৪ জন জীবিত উদ্ধার, ৫ জনের লাশ সাগরে
Next articleপীরগাছায় আলু বিপণনে জোরদারকরণ সংযোগ সভা অনুষ্ঠিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।