এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে শ্যালোচালিত ভটভটি খাদে পড়ে আবদুল মোমিন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে কালাই উপজেলার পাঠানপাড়া-মোসলেমগঞ্জ সড়কের কুসুমসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভটভটি চালক আবদুল মোমিন কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান উপজেলার হাতিয়র কাজীপাড়া গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আহত মোস্তাফিজুর রহমান মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে শ্যালোচালিত ভটভটিতে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথে কুসুমসারা এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে চালকসহ তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালক আবদুল মোমিনকে মৃত ঘোষণা করেন।আহত মোস্তাফিজুর রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন  জয়পুরহাটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কিশোর কুপিয়ে হত্যা মামলার আসামী দিনাজপুর থেকে গ্রেপ্তার
Previous articleভাষা-কৃষ্টির শত্রু লালনকারীদের প্রতিহত করার শপথ আজ : তথ্যমন্ত্রী
Next articleসরকার হিন্দি সিনেমা আমদানি করে ভাষা শহীদদের অসম্মান করছে : নুর
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।