বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাশার্শায় মৎস্য অধিদপ্তরের আওতায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় মৎস্য অধিদপ্তরের আওতায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম: যশোরের শার্শায় মৎস্য অধিদপ্তরের আওতায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় শার্শার সেতাই রহমান ফেশারিজ এ মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

রহমান ফেশারিজের সত্বাধিকারী ও সফল মৎস্য চাষী কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২)মৎস অধিদপ্তর অংগ এর আওতায় এ অভিজ্ঞতা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী পরিচালক(মৎস্য বিভাগ) রাজ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা এইসএম বদুরুজ্জামান,শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান,নড়াইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইনামুল হক,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান,সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন,সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল।

এ ছাড়াও নড়াইল জেলার কালিয়া উপজেলার এনএটিপি-২ আওতায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালার সুভলভোগী ৪০ জন মৎস্য চাষী সহ স্থানীয় মৎস্য চাষী সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় রহমান ফেশারিজের সত্বাধিকারী ও সফল মৎস্য চাষী কামরুজ্জামান টুটুল জানান,তার ৭.৬ একর আওতাধীন মৎস্য প্রকল্পে এলাকার প্রায় ৪০ জন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।

উল্লেখ্য, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম ও চেষ্টা করলে অসাধ্য সাধন করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি অন্যদেরও ভাগ্য বদলে দেয়া যায়_ এ সত্যকে প্রমাণ করেছেন কামরুজ্জামান টুটুল । ২০০২ সাল থেকে পরিশ্রম আর অক্লান্ত চেষ্টার মধ্য দিয়ে পোনা ব্যবসার পাশাপাশি পাবদা মাছ চাষ করে তার ভাগ্য পরিবর্তন ঘটিয়েছেন। যশোর জেলার শার্শা উপজেলার সেতাই গ্রামে তিনি একজন সফল মৎস্যচাষী হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এ বছর জাতীয় মৎস্য পুরুষ্কার ২০২৩ পাওয়ার জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments