এস এম শফিকুল ইসলাম: ‘স্মার্ট লাইভ স্টক স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানে জয়পুরহাটের আক্কেলপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ দপ্তর মাঠে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী অনুস্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক আহসান কবীর এপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপজেল জিয়াউল হক জিয়া।

প্রদর্শনী মেলায় গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস,মুরগি, পাখি, প্রাণি প্রযুক্তি ও প্রাণিজ জাতীয় ৩২টি স্টল অংশগ্রহন করেছে।

আরও পড়ুন  'বীর নিবাস' কাজে অনিয়মের কথা বলায় বীর মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি আ’লীগ নেতার
Previous articleপাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
Next articleবিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।