সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে ।
সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে বেলা এগারোটায় রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন । এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার সুত্রধর , উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী , মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ । মেলা উদ্বোধন পর কৃষক র্যালী ও আলোচনা সভা হয় । মেলায় বিভিন্ন স্টলে কৃষি পণ্য সামগ্রী ও কৃষি প্রযুক্তি রাখা হয়েছে ।