সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩ – ২৪ চক্রের ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ২ হাজার ৫৯৮ জনের মাঝে সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্ড বিতরণ ও বক্তব্য দেন ।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন । উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।