বাংলাদেশ প্রতিবেদক: যক্ষা রোগ নির্মূল ও প্রতিরোধে সাংবাদিকদের করণীয় শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ফুসফুসে যক্ষায় আক্রান্ত রোগী কিংবা কফে যক্ষার জীবাণুযুক্ত ব্যক্তি যদি বিনা চিকিৎসায় থাকে, তাহলে ওই ব্যক্তি বছরে ১০/১৫ জন মানুষকে যক্ষার জীবাণুদ্বারা সংক্রমিত করে। দেশ থেকে যক্ষা নির্মূলে প্রতিটি যক্ষা রোগীকে দ্রুত রোগ নির্নয় করে চিকিৎসা সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য নিয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সেটা বাস্তবায়ন ও দ্রুত সম্পন্ন করতে হলে প্রত্যেক শ্রেণিপেশার মানুষকে বেশি বেশি সচেতন হওয়া জরুরী।
রোববার বেলা ১১ টায় পাবনা শহরের হাজী আখতারুজ্জামান টাওয়ারের মিডিয়া সেন্টারে প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। বিশেষ অতিথি রিসোর্সপার্সন ছিলেন পাবনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জাহিদ কামাল ও জেলা নাটাবের সদস্য, সাংবাদিক ও উন্নয়নকর্মি কামাল সিদ্দাকী।
স্বাগত বক্তব্য দেন নাটাবের রাজশাহী বিভাগীয় মাঠ কর্মকর্তা মো: শামীম রেজা। সভায় বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।
সভায় জানানো হয়, পুরোপুরি বিনাপয়সায় ধৈর্য্য নিয়ে ওষুধ খেলে যক্ষা নির্মূল হয়। ২০২০ সালে সকল প্রকার যক্ষার রোগীর অনুমিত সংখ্যা ৩ লাখ ৬০ হাজার। যক্ষা রোগের সকল প্রকার সনাক্তকৃত রোগীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮৮০ জন। যক্ষায় মৃত্যুর অনুমিত সংখ্যা ৪৪ হাজার। নতুন এমডিআর টিবি রোগীর অনুমিত সংখ্যা ৩ হাজার ১০০ জন। বছরে প্রতি লাখে যক্ষা রোগীর সংখ্যা ২২১ জন। প্রতি বছরে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যায় ২৪ জন। বর্তমানে দেশে যক্ষায় চিকিৎসার সফলতা ৯৪ শতাংশ।