মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে (রাসিকের) সোয়া তিন লাখ টাকার তার-সহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদি হাসান।

গ্রেফতারকৃতরা হলো: কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নগরপাড়া এলাকার মোঃ সাজ্জাদ আলীর ছেলে মোঃ মনিরুল ইসলাম মনি (২৭) ও চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী এলাকার মোঃ আব্দুল জলিল হাওলাদারের ছেলে মোঃ মনজুরুল ইসলাম (২৮)। ওসি জানায়, সম্প্রতী নগরীর (রাসিকের) আলোকায়নের বিপুল পরিমান ক্যাবল ও তার চুরি করেছে চোরেরা।

এ ঘটনার সাথে জড়িত মনিরুল ইসলাম মনিকে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টায় গ্রেফতার করে এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩টার দিকে চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী এলাকার ভাংড়ি ব্যাবসায়ী মোঃ মনজুরুল ইসলামের বসত বাড়ির গোডাউন ঘর থেকে বিভিন্ন রং ও সাইজের দুই বস্তা ভর্তি রাসিকের ক্যাবল ও তার উদ্ধার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার আসামীদের বিরুদ্ধে শাহমখদুম থানায় বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় ওসি।

Previous articleসাপাহারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Next articleবিএনপি ও তার মিত্ররা পেছনে টেনে না ধরলে দেশ আরও এগিয়ে যেতো: তথ্যমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।