ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার পিতা জহির উদ্দিন(৫৮)।

শুক্রবার(১৭ মার্চ) বিকেলে চার টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলীম শাহবাজপুর ইউনিয়নের ভোলামারি গ্রামের জহির উদ্দিনের ছেলে। ও আহত ব্যক্তি তার পিতা জহির উদ্দিন।

মুসলিমপুর গ্রামের ফাহিম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, জমিতে কাজ করে বাইসাইকেল যোনে বাড়িতে যাচ্ছিলেন বাবা জহিন উদ্দিন ও ছেলে আব্দুল আলিম। মুসলিমপুর মোড়ে পৌঁছালে সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছেলে আব্দুল আলিম। আর আহত পিতা জহির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পা ভেঙ্গে গেছে বলে আমরা জানতে পেরেছি।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস আই) ইন্দ্রজিৎ বরমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রাক চালককে আটক করা হয়েছে। আর মরদেহ উদ্ধা করা হয়েছে।

Previous articleব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ২
Next articleসভাপতির বক্তব্য না শুনেই মঞ্চ ত্যাগ আ.লীগ নেতৃবৃন্দের, ক্ষুব্ধ হলেন বিভাগীয় কমিশনার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।