বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাঝিকরগাছায় ৫ম কাদামাটি সাহিত্য উৎসব অনুষ্ঠিত

ঝিকরগাছায় ৫ম কাদামাটি সাহিত্য উৎসব অনুষ্ঠিত

জহিরুল ইসলাম: যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে “কবিতা হয়ে উঠুক দ্রোহের স্লোগান, জীবনে সমাজে অন্ধকার হোক অবসান” এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৫ম কাদামাটি সাহিত্য-২০২৩ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কপোতাক্ষ নদের তীরে কাটাখাল বঙ্গবন্ধু পার্কে আলোচনা, কবিতাপাঠ, মোড়ক উন্মোচন ও কাদামাটি সাহিত্য পুরস্কার দেয়া হয়। অনুুষ্টানের মুল প্রতিপাদ্য ছিলো “কবিতা হয়ে উঠুক দ্রোহের স্লোগান, জীবনে সমাজে অন্ধকার হোক অবসান ” ঝিকরগাছা সাহিত্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি বলেন, বাঙালিত্ব টিকে থাকবে বাংলা সাহিত্য চর্চার মাধ্যমে। সাহিত্য চর্চা জাতির জন্য, মানবতার জন্য ও দেশের জন্য অমর হয়ে থাকবে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভারতের পশ্চিম বাংলার আলীয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গাজী আব্দুর রহিম। প্রধান আলোচক ছিলেন কবি ড. সবুজ শামীম আহসান। বাবর আলী গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ও থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত। ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি কবি সাইফুদ্দিন সাইফুলের পরিচালনায় বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম খান, কিশোরী মোহন সরকার, মোকাররম হোসেন, বকুল হক, মাসুমা মিম, মুস্তাক মুহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে ১৭ জনকে কাদামাটি সাহিত্য পুরস্কার দেয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments