বাংলাদেশ প্রতিবেদক: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ মঞ্চে থাকা অতিথিবৃন্দ। ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমির হয়ে খেলতে মুন্সীগঞ্জে এসেছিলেন।

আজ রোববার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ রিপোর্টার ইউনিটির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে খেলা ড্র হয়। পরে খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় হঠাৎ করে মঞ্চটি ভেঙে পড়ে।

এ ব্যাপারে ব্যারিস্টার সুমন বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Previous articleপদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি
Next articleযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে না ঘাবড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।