শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ৭ দিনের মধ্যেই নির্মাণ কাজ শুরুর...

ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ৭ দিনের মধ্যেই নির্মাণ কাজ শুরুর ঘোষণা

সোহেল রানা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বহিরাগত শতাধিক যুবক শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে অবরোধে অংশ নেয়।

সোমবার ২০ মার্চ সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-গোমতা এলাকায় গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে তারা।

প্রায় দেড় ঘন্টা অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রীজ নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতিতে অবরোধ তুলে দেয় তারা। দেড় ঘন্টার যানজটে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। সকাল ১১টায় অবরোধ তুলে নিলে যানজট কমতে শুরু করে। খবর পেয়ে দুপুর দেড়টায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ঘটনাস্থলে এসে আগামী এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রীজের নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনি, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান সাকিব, হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) ওবায়দুল হক প্রমুখ।

জানা যায়, গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়টি মহাসড়কের পাশে থাকার কারণে প্রায় দুর্ঘটনার কবলে পড়ে হতাহত হচ্ছে শিক্ষার্থীরা। গত ২৯ অক্টোবর সাদিয়া আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহতের পর ওই স্থানে ফুটওভার ব্রীজ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটে আহত হয় একাধিক শিক্ষার্থী। রবিবার (১৯ মার্চ) একই স্থানে মহাসড়ক পারাপারের সময় ওই বিদ্যালয়ের শিক্ষক জুয়েল রানা ও শিক্ষার্থী জাহিদ হাসান অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে আশঙ্কা জনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন।

দ্রুত ওই বিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে সোমবার সকাল সাড়ে ৯টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ জনতা। প্রশাসনের হস্তাক্ষেপে এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রীজ নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেয় তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments