সোমবার, মার্চ ১৭, ২০২৫
Homeসারাবাংলাসিংগাইরে আশ্রয়ন প্রকল্পের ১৬৬ পরিবারকে জমি ঘরের চাবি ও দলিল হস্তান্তর

সিংগাইরে আশ্রয়ন প্রকল্পের ১৬৬ পরিবারকে জমি ঘরের চাবি ও দলিল হস্তান্তর

মিজানুর রহমান বাদল: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর ৪র্থ ধাপে ভ’মিহীনদেও মাঝে জমিসহ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেছেন।

বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় সরকারি গণ ভবন থেকে সরাসরি একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ঘরের চাবি ও দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সারাদেশের মত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চত্তরে ১৬৬টি পরিবারের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুসফিকুর রহমান খান হান্নান, সহকারি কমিশনার (ভূমি) মো. জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলঅ আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক সায়েদুল ইসলাম, বলধারা ইউপি চেয়ারম্যান আবদুল মাজেদ খান, চা চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল ও চান্দহর ইউপি ভুমি উপসহকারি কর্মকর্তা একেএম আবদুস সালাম। সরকারি কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়েনর চান্দহর ইউনিয়নে চরকালীগঙ্গা মৌজায় ৪১ টি ঘর, ধল্লা ইউনিয়নে ফোর্ডনগর মৌজায় ৯ টি , জয়মন্টপ ইউনিয়নের দূর্গাপুর মৌজায় ১৭ টি, তালেবপুর ইউনিয়নের বার-তালুক গোলড়া ম্যেজায় ১১টি, বায়রা ইউনিয়নের বায়রা মৌজায় ৭ টি, চারাভাঙ্গা মৌজায় ১৭ টি, চারিগ্রাম ইউনিয়নের বড়চারিগাও মৌজায় ৩৯ টি, সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর মৌজায় ১০ টি, বলধারা ইউনিয়নের ব্রী-কালিয়াকৈর মৌজায় ৮টি, জামসা ইউনিয়নের পশ্চিম জামসা মৌজায় ৮টি মোট ১৬৬টি গৃহ ভুমিহীন পরিবারকে বিতরন করা হয়।

তিনি আরো বলেন, ভুমিহনিদের জমি ঘর দেয়া হচ্ছে তাদেও প্রত্যেকের নামে দলিল রেজিষ্ট্রির মাধ্যমে নামজারী ও সমস্ত কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়েছে। প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংটিটের মেঝে রঙ্গিন টিনের দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments