আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি ১০০গ্রাম গাঁজাসহ মো. খোরশেদ আলম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক খোরশেদ আলম কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম কাঁঠালবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।

জানা গেছে, শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই মোকারম হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে বজরা ইউনিয়ন পরিষদের সামন থেকে একটি ব্যাগে থাকা ৩ কেজি ১০০ গাঁজাসহ খোরশেদ আলমকে আটক করা হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, আটক খোরশেদ আলম জেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক নির্মূলে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটসহ আটক ২
Previous articleউল্লাপাড়ায় নয় দোকানীকে জরিমানা
Next articleনোয়াখালীতে বলৎকারের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।