বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানেই পানি নিষ্কাশনের ব্যবস্থা, সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা

নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা, সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা

বাংলাদেশ প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইউনিয়নের টেঙ্গারচর বড়ইকান্দি ভাটেরচর রাস্তায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হালকা বৃষ্টি হলে রাস্তায় পানি ও কাদা জমে থাকে।

বড়ইকান্দী ভাটেরচর গ্রামে প্রায় ৫ হাজার’ লোকের বসবাস। প্রতিদিন স্কুল কলেজও মাদ্রাসায় শিক্ষার্থরা, কর্মজীবী নারী পুরুষ জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে গ্রামের শুধুমাত্র এই রাস্তায় আশা-যাওয়া করতে হয়। রাস্তার বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার পোহাতে হয়। একটু বৃষ্টি ফলে রাস্তায় হাটুপানি জমে থাকে।

বুধবার সকাল সাড়ে ১০টা সরজমিন দেখা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় যেন এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। পুরো এলাকার রাস্তায় জমে থাকে প্রচুর ময়লা পানি। ড্রেনেজ না থাকায় এসব বর্জ্য পানি জমে থাকছে রাস্তার উপরে।

জলাবদ্ধতায় রাস্তা দিয়ে গাড়ি চলাচলে গাড়ি নষ্টসহ নানা বিড়ম্বনায় পরতে হয় যাত্রী ও চালকদের। স্থানীয়দের দাবি অতি দ্রুত গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ করে চলাচলে উপযোগী করা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments