স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ট্রাকসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আন্তঃজেলা ভ্রাম্যমান ডাকাত দলের ৫ সদস্য আটক করেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সী এ খবর জানিয়েছেন ।

পুলিশ সুপার বলেন, গত (২৩ মার্চ) ভোরে ডাকাতদল ঈশ্বরদীর জয়নগর পাটশালার মোড়ে দাশুঢ়িয়া-রূপপুর মহাসড়কের পাশে ব্যবসায়ী রাকিবুল হাসানের চাউল ও মুড়ি চাতালে হানাদেয় ডাকাত দলের সদস্যরা। চাতালের নাইটগার্ডের হাত-পা ও মুখ বেধে ডাকাতি করে পালিয়ে যান তারা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পাবনা জেলা পুলিশ। আটককৃত ডাকাতদের মধ্যে রয়েছে, বাগেরহাট জেলার শরিফুল ইসলাম, বোরহান শেখ, আশরাফুল শেখ, শিমুল শেখ, কামাল শেখ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, ছিনতাই, দস্যুতা, ডাকাতিসহ একাধিক করে মামলা রয়েছে।

এসপি আরো জানান, আটকরা সবাই পেশাদার ডাকাত। ট্রাকে করে তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো এবং সময় সুযোগ বুঝে ডাকাতি করেতো। বিশেষ করে মহাসড়কের পাশে যেসব প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানকে টার্গেট করে ডাকাতি করা হতো। গ্রেফতারের সময় তাদের কাছে থেকে একটি ট্রাক, একটি মোটরসাইকেল, হাসুয়া, ডাকাতিকৃত চাউল, মুড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জিয়াউর রহমান এবং সদর সার্কেল ডি এম হাসিবুল বেনজীর, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, ডিবি’র ওসি ইমরান আহম্মেদ তুহিন প্রমুখ পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ পশু
Previous articleপাবনায় কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এসিড পানের আড়াই মাস পর গৃহবধূর মৃত্যু
Next articleরংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।