জয়নাল আবেদীন: রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে রিভানা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের স্বামী মমদল মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল থেকে পরে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হন ওই নারী। এসময় গুরুতর আহত হয় মোটর সাইকেল চালকও। পরে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত্যু ঘোষণা করেন। নিহত মহিলার বাড়ি দিনাজপুর জেলার খালিবপুর নবাবগঞ্জ। এসময় ঘাতক ট্রাককে আটক করে পুলিশ।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় ট্রাককে আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক ।