মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন কৃষি উপকরন দেয়ার নামে কৃষকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে লুঙ্গী জাকিরের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ভূক্তভোগী কৃষকদের আয়োজনে উপজেলার পাখিমারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যর রাখেন নীলগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুল্লাহ মহিব, কৃষক আলতাফ হোসেন গাজী ও কৃষক আবুল কালাম।
বক্তারা বলেন, সরকারী ঘর ও টিউবওয়েল সহ বিভিন্ন কৃষি উপকরন দেয়ার নামে প্রায় দেড় শতাধিক কৃষকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই এলাকার বাসিন্দা লুঙ্গী জাকির। ভূক্তভোগীরা তাদের টাকা ফেরতে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।