মাহমুদুল হাসান: কলারোয়ায় কয়লায় পানিতে ডুবে এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা ৩ নং কয়লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কয়লা গ্রামের কামান হোসেনের বাড়ীতে। মৃতা শিশু তুবা (১৮ মাস) কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী কামান হোসেনের কনিষ্ঠ কন্যা ।
কয়লা ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, কামাল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার সময় তার শিশু কন্যা তুবাও সেখানে যায়। এক পর্যায়ে গোসল শেষে কামাল হোসেন মেয়ে বাড়িতে চলে গেছে ভেবে নিজেও বাড়িতে ফেরে। কিন্তু বাড়ি পৌঁছে দেখে তার মেয়ে বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তুবাকে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শিশু তুবার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর থেকে বাবা কামাল হোসেন ও তুবার মা অসুস্থ হয়ে পড়েছে। আজ (বুধবার) সকাল ১০টায় তুবার দাফন সম্পন্ন হয়েছে।