মঙ্গলবার, মে ১৪, ২০২৪
Homeসারাবাংলাপায়রা বন্দরের ইনারে এই সর্বপ্রথম ভিড়লো ১০.২ মিটার গভীরতার জাহাজ

পায়রা বন্দরের ইনারে এই সর্বপ্রথম ভিড়লো ১০.২ মিটার গভীরতার জাহাজ

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর পায়রা বন্দরের ইনারে এই সর্বপ্রথম ভিড়লো ১০.২ মিটার গভীরতার জাহাজ ‘অরুনা হুলিয়া’।মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পপন বন্দর থেকে আসে। জাহাজটির দৈর্ঘ্য ১৮৮ মিটার ও প্রস্থ ৩৩ মিটার।

বৃহস্পতিবার সকালে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে আসে। সকালেই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু করে।
পায়রা বন্দরের মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, এই প্রথম পায়রা বন্দরের ইনার এ্যাংকরে ভিড়লো ১০.২ গভীরতার জাহাজ। তবে এর আগে পায়রা বন্দরের আউটারে ১৩ মিটার গভীরতার জাহাজ এসেছে। আগামী সপ্তাহে ৬০ হাজার মেট্রিক টনের জাহাজ পায়রা বন্দরে আসবে বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments