বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় অবাধে ধ্বংস করা হচ্ছে চিংড়ি রেনু পোনা। নদীতে বড় ফাঁসের নেট জাল ফেলে এসব মাছ নিধন করা হচ্ছে। এসব রেনু ধরার সময় মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের রেনু।
জেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর সংলগ্ন আন্ধারমানিক নদী ও কুয়াকাটা সমুদ্র সৈকতসহ অন্তত ১০ টি পয়েন্ট থেকে এসব রেনু পোনা শিকার করছে অসাধু জেলেরা। তবে এঘটনায় নিরব ভূমিকা পালন করছে নিজামপুর কোষ্টগার্ড সহ উপজেলা প্রশাসন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, অচিরেই চিংড়ি পোনা নিধন রোধে অভিযান পরিচালনা করা হইবে।