মাহমুদুল হাসান: সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোছাঃ তাসলিমা খাতুন (৫২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ তাসলিমা খাতুন সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তৃব্যরত চিকিৎস্যক ডাঃ আক্তার মারুফ তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে।