অতুল পাল: জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চলমান থাকবে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে- এগিয়ে যাবে।
আজ রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীণ ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় “মানসম্মত প্রাথমিক শিক্ষা-স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাউফলের ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম ফিরোজ ওই কথা বলেন।
এসময় আ.স.ম ফিরোজ আরো বলেন, যখনই আওয়ামী লীগ রাস্ট্রীয় ক্ষমতায় আসে তখনই শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটে। বর্তমান সরকারের আমলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদান এবং দৃষ্টিনন্দন ভবন নির্মাণসহ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়ত আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। সারা বিশ্ব আজ বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে রয়েছে। মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যপি অর্থমন্দা এবং খাদ্য সংকটের মধ্যেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় একমাত্র বাংলাদেশ সকল সংকট মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি দিশেহারা হয়ে দেশ-বিদেশের সহযোগিতায় ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা উন্নত সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়বেনই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুাক্তযোদ্ধা মোশারেফ হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ।