মিজানুর রহমান বুলেট: ঈদের উপহার পাঞ্জাবি পেলেন কুয়াকাটা পৌর যুবলীগের মাঠ পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের হাতে উপহারের এ পাঞ্জাবি তুলে দেন কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসহাক শেখ। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর কাউন্সিলর মোঃ মজিবর রহমান, যুবলীগ নেতা মোঃ বেল্লাল খলিফা, মোঃ ছালাম শরীফ,আলাউদ্দিন প্রমুখ। যুবলীগের নিজস্ব অর্থায়নে উপহারের এ পাঞ্জাবি দেয়া হয়।
পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসহাক শেখ বলেন, যুবলীগের নেতাকর্মীরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। যুবলীগ সব সময় নিজেদের টাকা খরচ করে রাজনীতি করে। দলের জন্য তারা নিবেদিত প্রান। তাই নিজেদের অর্থায়নে এ পাঞ্জাবি দেয়া হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।